7 December 2017

একটি মেয়ে তার বয়ফ্রন্ড বা স্বামীর কাছে কি চায়?


মনে রাখবেন সব মেয়েরা কিন্তু তাদের বয়ফ্রন্ড বা স্বামীর কাছ থেকে টাকা পয়সা চায় না। তবে টাকা পয়সার ও প্রয়োজন আছে এটাও ঠিক। তবে বেশিরভাগ মেয়েরাই তাদের বয়ফ্রন্ড বা স্বামীর কাছ থেকে চায় একটু খাটি ভালোবাসা। তবে সেটা তারা মুখে প্রকাশ করতে চায়না। তাদের কিছু আচরন দেখে বুঝে নিতে হবে সে কখন কি চায়। আসুন জেনে নেই মেয়েরা কেমন আচরণ করলে কি চায়।

১। আপনাকে দেখে মুচকি মুচকি হাসলে।

রোমান্টিক মুভি দেখে যদি আপনার আসেপাশে ঘুরঘুর করলে বা মুচকি হাসলে বুঝে নিবেন সে আপনার কাছ থেকেও কিছু রোমান্টীক টাচ চাচ্ছে। তাহলে তাকে নিয়ে একটূ বাহিরে ঘুরে আসুন বা নতুন কোনো যায়গায় বেরাতে নিয়ে যেতে পারেন। অথবা আজকের দিনের জন্য তাকে নিয়ে সিনেমা হলে গিয়ে একটা মুভি দেখে আসতে পারেন। দেখবেন ব্যাপার টা সে খুব এনজয় করতেছে ।

২/ খুব বেশী রাগ করে বসে বা শুয়ে থাকলে

আপনার অফিস বা ব্যবসার হাজারো ব্যাস্ততা এর মাঝে যখন আপনি তাকে সময় দিতে পারেন না তখন দেখবেন যে আপনি বাসায় আসলে সে আপনার সাথে ভালো করে কথা বলতেছে না এবং আগের মতো হাসি তামাসা করতেছে না, আপনার সব কিছুতেই শুধু শুধু রাগ করে। তাহলে আপনি ভাবতে পারেন যে আপনার সঙ্গি বুঝি অন্য কারো প্রতি দুর্বল হয়ে পড়েছে, কিন্তু এটা ভুলেও ভাববেন না কারণ সে আসোলে আপনার ভালোবাসা পাচ্ছে না, আপনার আদর সোহাগ পাচ্ছে না তাই এমন করতেছে। সে আসলে আপনার কাছে কিছু একান্তই সময় চাচ্ছে । প্রতিদিনের থেকে একটু আলাদা ভাবে ভালোবাসা চাচ্ছে । এ ক্ষেত্রে আপনি তাকে সবকিছু বাদ দিয়ে ১/২ ঘন্টা তার সাথে একান্তে সময় কাটান এবং গল্প করুন, হাসিতামাশা করুন, তার পছন্দের কিছু খাবার আপনি তার সাথে শেয়ার করে খান, বাহিরে একটু হেটে আসুন, দুজন মিলে কোনো পছন্দের খাবার তৈরি করুন। দেখবে আগামী এক সপ্তাহে সে আপনার সাথে আর কোনো খারাপ আচরন করবে না এবং আপনার সাথে সবকিছু শেয়ার করবে।

৩/ আপনাকে জড়িয়ে ধরলে ।

আপনি বাহির থেকে আসার পরে যদি সে হঠাত আপনাকে জড়িয় ধরে তাহলে বুঝে নিবেন সে তার বাবার বাড়ি যেতে চাচ্ছে । তার মা বাবার কথা মনে পড়েছে এবং তাদের খুব বেশী মিস করতেছে । এক্ষেত্রে আপনি তাকে নিয়ে তার বাবার বাড়িতে বেরিয়ে আসুন দেখবেন সে আপনার প্রতি অনেক দুর্বল হয়ে গেছে। আপনার প্রতি তার ভালোবাসা আগের থেকে অনেক বেশী বেড়ে গেছে। তবে মনে রাখবে তাকে একা পাঠাবেন না সাথে আপনিও যাবেন কারণ সে চায় আপনি তার পাশে থাকুন তার বাবার বাড়িতে যেভাবে সে আপনার পাশে থাকে আপনার বাড়িতে। 

৪/ বাসার মালামাল থাকতেও বলে এটা সেটা কেনা খুব দরকার /  

আপনার বাসায় কোনো মালামালের ঘাটতি নেই তারপর ও আপনি বাসায় আসলে বলে আমাদের অনেক কিছু কেনা কাটা করা দরকার। আসোলে তার উদ্দেশ্য এটা না সে চায় আপনি তাকে নিয়ে একটু শপিং এ যান । কারণ বর্তমান মেয়েরা শপিং করতে খুব ভালোবাসে, দেখবেন সে অনেক সময় ধরে সারা মার্কেট ঘুরেও তেমন কিছু কিনেনাই কিন্তু সে এটা অনেক উপভোগ করছে। তাই সে বাজারে যেতে চাইলে ভয় পাওয়ার কিছুই নেই বরং তাকে নিয়ে বাজারে ঘুরে আসুন দেখবে সে আপনার উপর ভীষণ খুশি । 

No comments:

Post a Comment